শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ত্রাসীদের হামলায় আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল মারা গেছেন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৩, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রীকে চেম্বারে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা।

ডাক্তার জহিরুল হককে প্রথমে কুমেক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। পরে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাত সাড়ে ৪ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ডাক্তার জহিরুল হক কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার বাসিন্দা।

তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের সাবেক শিক্ষক ছিলেন। তিনি নগরীর রেইসকোর্স এলাকায় চেম্বার করে নিয়মিত রোগী দেখতেন।

কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের পরিচালক ডা: আজিজুর রহমান সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে জেলা পুলিশ।

আর পড়তে পারেন