বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সবার সেরা ৪জি সেবা নিয়ে আসছে গ্রামীণফোন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০১৮
news-image

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

গ্রামীণফোন আজ বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন আয়োজিত স্পেকট্রাম নিলামে প্রতি মেগাহার্জ ৩১ মিলিয়ন মার্কিন ডলার হারে ৫ মেগা হার্জ বেতার তরঙ্গ কিনেছে।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন,”আমাদের প্রযুক্তি নিরপেক্ষে স্পেকট্রামের সাথে নতুন এই স্পেকট্রাম যোগ হওয়ায় গ্রামীণফোন দেশের সবচেয়ে আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে সেরা ৪ জি সেবা প্রদানে একটি দৃঢ় অবস্থানে পৌছে গেল।”

১৮০০ মেগা হার্জব্যান্ড ৪ জি/এলটিই বিস্তারে সবচেয়ে কার্যকরী স্পেকট্রাম এবং গ্রামীণফোনের নতুন ক্রয়তার শীর্ষস্থানকে আরো জোরদার করেছে। এর আগে প্রতিষ্ঠানটি তার সম্পূর্ণ ২ জি স্পেকট্রাম এর জন্য ২ জি প্রযুক্তি নিরপেক্ষতা চেয়ে আবেদন করে এবং রেগুলেটরের অনুমতি লাভ করে।

গ্রামীণফোন তার নেটওয়ার্কের আধুনিকায়ন করেছে ,ফলে তার গ্রাহকরা নিরবিচ্ছিন্ন এইচডিভিডি ও ও লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডিওকল এবং অতিদ্রুত গতির ডাউনলোড করতে পারবেন গ্রামীণফোনের অপ্রতিদ্বন্দী নেটওয়ার্কে । গ্রামীণফোনের আধুনিক নেটওয়ার্ক উপভোগ করার জন্য গ্রাহকদের তাদের ৩ জি সিম পরিবর্তন করে ৪জি সক্ষম সিম গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে।

আর পড়তে পারেন