সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সংগ্রহ করে হোটেলে সরবরাহ,সিলিন্ডারসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের  চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে জমজম হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং ‘মায়ামী হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর সামনে অভিযান পরিচালনা করে ৩টি  রেজি: নাম্বার বিহীন ডেলিভারি ভ্যানের ভেতরে  বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় অবৈধ ২৭ টি গ্যাস সিলিন্ডার আটক করে জেলা ডিবি পুলিশ। এ সময় এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়।

আটক হওয়া দুইজন হলেন  কুমিল্লা সদরের মৃত. আ; রশিদের ছেলে মোঃ রইস (৪০) ও মৃত. মোসলেমের ছেলে মোঃ ফয়সাল (২০)।

মঙ্গলবার (২৮ মার্চ) কুমিল্লা  পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা টিম এ অভিযান পরিচালনা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে  আটক হওয়া দুইজন জানায়, তারা দীর্ঘদিন যাবত বিশেষ প্রক্রিয়ায় গাড়ির ভিতর গ্যাস সিলিন্ডার স্থাপন করে ‘রানা সিএনজি স্টেশন’ নামক সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে গ্যাস সংগ্রহ করে জমজম হোটেল ও মায়ামী হোটেল ছাড়াও অন্যান্য অনেক হোটেলেই এভাবে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সরবরাহ করে থাকে।

এ ঘটনায় এসআই মামুনুর রশিদ বাদী হয়ে  কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

আর পড়তে পারেন