শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সুয়ারেজ ম্যাজিকে শীর্ষে বার্সা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০১৭
news-image

 

অনলাইন ডেস্ক ||

লুইস সুয়ারেজের জোড়া গোলে ‘কাতালান ডার্বি’ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।

শনিবার রাতে এসপানিওলকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারায় সুয়ারেজরা। দলের পক্ষে  অপর গোলটি করেন ইভান রাকিতিচ।

এছাড়া তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে দুর্দান্ত খেলেছেন নেইমার। লিওনেল মেসিও ছিলেন উজ্জ্বল।

তবে প্রথমার্ধের খেলায় লুইস এনরিকের শিষ্যদের ঠিক খুঁজে পাওয়া যায়নি। বেশ কয়েকটি আক্রমণ করলেও শেষ মুহূর্তের সমন্বয়হীনতায় গোল পায়নি মেসি-সুয়ারেজরা।

অবশ্য দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। হুরাদোর ব্যাকপাস দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

৭৬তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় বার্সেলোনা। গোলটিতে বিশেষ অবদান মেসির। তার দেয়া পাস থেকে বল পেয়ে প্রথম শটেই জালে বল জড়ান ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচ।

নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন সুয়ারেজ। এবারের লিগে এটা তার ২৬তম গোল। ৩৩ গোল নিয়ে তালিকায় শীর্ষে মেসি।

এই জয়ের পর বার্সেলোনার পয়েন্ট ৩৫ ম্যাচে ৮১। সমান পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা জিনেদিন জিদানের দল। তবে শিরোপা-ভাগ্য এখনও রিয়ালের হাতেই। বাকি চার ম্যাচে দুই পয়েন্টের বেশি না হারালেই ২০১২ সালের পর ফের লিগ শিরোপা জিতবে মাদ্রিদের দলটি।

আর পড়তে পারেন