বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার বড়দের হয়ে বিশ্বকাপ জিততে চাই : তামিম

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৭, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

গত মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে ব্যাটিং ঝলক দেখিয়েছেন তরুণ ওপেনার তানজীদ হাসান তামিম। বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবালের ইনজুরিতে প্রথমবারের মতো ওয়ানডেতে এশিয়া কাপ ও জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ওপেনার। বয়সভিত্তিক ক্রিকেটে দেশকে বিশ্বকাপ জিতিয়ে এবার বড়দের হয়ে বিশ্বকাপ জিততে চান তামিম।

পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপের দলে প্রথমবারের মতো ডাক পেয়েই বড়দের বিশ্বকাপ জিততে চান তামিম। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান, এবার বড়দের হয়ে বিশ্বকাপ জিততে চাই।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেসার শরীফুল ইসলাম সর্বপ্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। তারপর একে একে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়।

জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথমবার সংবাদমাধ্যমে তামিম জানান, ‘আমরা যেটা (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) অর্জন করছি, সেটা তো এখন অতীত। সবার একটাই স্বপ্ন, সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ জেতা। সামনে যেহেতু বিশ্বকাপ রয়েছে সেহেতু মাথায় একটা বিষয় রয়েছে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর যদি কপালে থাকে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে।’

প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে আত্মবিশ্বাসী হয়েই তানজিদ জানান, ‘প্রথমত, আলহামদুল্লিলাহ যে জাতীয় দলে সুযোগ পেয়েছি এশিয়া কাপের মতো একটা মঞ্চে। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আগেও বিভিন্ন স্থানীয় টুর্নামেন্ট, বিসিবি প্রেসিডেন্ট কাপে খেলা হয়েছে। উপভোগ করছি অনেক।’

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩টি ফিফটিতে ১৭৯ রান করেন তানজিদ হাসান তামিম। ১১৬.৯৯ স্ট্রাইক রেটে এ রান সংগ্রহ করেন ২২ বছর বয়সী বাঁহাতি ওপেনার।

আর পড়তে পারেন