বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেতুর পাশে ঝুলে আছে কুমিল্লা বেইলি ব্রিজ!

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০১৮
news-image

সেলিম সজীবঃ
ঢাকা-হোমনা সড়কের দড়িকান্দি বেইলি ব্রিজটির উত্তর অংশ ২০০০ সালের ৬ জুন ধসে গেলে ১১ দিন ধরে তা মেরামত করা হয়। ২০০৪ সালের ৪ জুলাই রবিবার সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপে ঢাকা-হোমনা সড়কে এই বেইলি ব্রিজটি ধসে গিয়ে ট্রাকসহ পানিতে পড়ে যাওয়ায় ঢাকার সাথে হোমনা, তিতাস ও বাঞ্ছারামপুরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে বিধ্বস্ত সেতুটি মেরামত করে বেইলি ব্রিজের জায়গায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পাকা সেতু নির্মাণ করলেও বিধ্বস্ত বেইলি ব্রিজটি আজো তিতাসের শাখা নদীর ওপর ঝুলে আছে। বিধ্বস্ত বেইলি ব্রিজটির এক অংশ ঝুলে থাকলেও অপর অংশ নদীতে পড়ে থাকায় নৌ-চলাচলে বিঘ্ন হচ্ছে।

পাকা সেতু নির্মাণ করার পরও বেইলি ব্রিজটি দেশের অন্য কোনো প্রয়োজনীয় জায়গায় স্থানান্তর করা হচ্ছে না কেন— এমন প্রশ্নে কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আস্তে আস্তে খুলে নিয়ে অন্য কোনো জায়গায় স্থাপন করা হবে।’

আর পড়তে পারেন