শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌদি আরবে ভিক্ষা করতে গিয়ে বাংলাদেশি হজযাত্রী আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৬, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বেসরকারিভাবে হজে গিয়ে মো. মতিয়ার রহমান নামের একজনকে মদিনা শরীফে ভিক্ষা করার সময় আটক করেছে সৌদি আরবের পুলিশ। গত ২২ জুন তাকে আটক করা হয়। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা।

ওই হজযাত্রীকে সৌদিতে পাঠানো ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসকে (হজ লাইসেন্স নং ৭৩৭) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। আজ রোববার হজ ওয়েবসাইটের নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ধানসিঁড়ির ট্রাভেলসের পাঠানো মো. মতিয়ার রহমান গত ২২ জুন বিকেল ৫টার দিকে মদিনা শরীফে ভিক্ষা করছিলেন। এ সময় সৌদি আরবের পুলিশ তাকে আটক করে। ঘটনা জানার পর বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।

ওই যাত্রী ‘সৌদি আরবে ব্যাগ ছিনতাই হয়েছে’ বলে মিথ্যা নাটক সাজিয়ে ভিক্ষা করছিলেন। এতে সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। পরে তদন্তে জানা যায়, ধানসিঁড়ির সেই হজযাত্রীকে গাইড করার মতো সৌদিতে কোনো মোনাজ্জেম ও হাজির বসবাসের বাড়ি বা হোটেলও ছিল না। এ ধরনের কাজের জন্য হজ এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন কার্যবিসের মধ্যে ব্যাখ্যাসহ জানাতে চেয়েছে মন্ত্রণালয়।

আর পড়তে পারেন