শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সড়কে স্বচ্ছ আলো নিশ্চিত করছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ভিডিও)

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৬, ২০১৬

নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণ অংশ সড়কে আলোকিত হচ্ছে এলইডি বাতিতে। স্বচ্ছ আলো নিশ্চিত করতেই সোডিয়াম বাতির পরিবর্তে এই বাতি লাগানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রাজধানীবাসী বলছেন, এলইডি বাতি লাগানোর ফলে আগের চেয়ে পথ চলতে সুবিধা হচ্ছে তাদের। পরিবেশ বান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় শুধু সড়কগুলোতে নয় রাজধানীর সর্বত্র এলইডি বাতি ব্যবহারের পরামর্শ বিদ্যুৎ বিশেষজ্ঞদের। রাজধানীর সোনারগাঁও মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত সড়কে লাগানো নতুন বাতিগুলোর নাম এলইডি। ডিএসসিসি বলছে, যেখানে সাধারণ বাতি প্রতি ওয়াটে ৫০ লুমেন আলো দিতে পারে সেখানে এই বাতিগুলো আলো দেয় একশ লুমেন। অর্থাৎ এলইডি অন্যান্য বাতির অর্ধেক বিদ্যুৎ খরচ করে।untitled-4_192991
নগরবাসী বলছেন, এলইডি বাতিতে বেশি স্বস্তিবোধ করছেন তারা। ডিএসসিসি বলছে, রাজধানীতে ফ্লাইওভার নির্মাণের ফলে এবং মেয়াদোত্তীর্ণ হওয়ায় যেসব স্থানে কোন সড়ক বাতি নেই সেইসব এলাকায় লাগানো হচ্ছে এই বাতি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘যদি কোথাও আলোর স্বল্পতা থাকে তাহলে তা বাড়িয়ে দেয়া যাবে। আবার আলো বেশি পরিমাণে থাকলে সেটা কমানোর প্রয়োজন হলে কমানো যাবে।’

বিদ্যুৎ বিশেষজ্ঞ বি. ডি রহমতউল্লাহ বলছেন, কার্বন নি:সরণ কম হওয়া এই বাতি ব্যবহারে কমবে রাজধানীর উষ্ণতা। ডিএসসিসি জানায়, ২১ কোটি টাকা ব্যয়ে আগামী এপ্রিলের মধ্যে প্রায় ২৭শ এলইডি বাতি রাজধানীর ধানমন্ডি, পান্থপথ, শাহবাগ, গুলিস্তান, সদরঘাট ও বেড়িবাঁধ এলাকার সড়কগুলোতে লাগানো হবে।পরে পর্যায়ক্রমে ৩২ হাজার বাতি লাগানো হবে পুরো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। আর নগর ভবন থেকে রিমোর্ট টার্মিনাল ইউনিট-আরটিইউ এর মাধ্যমে সার্বক্ষণিক এগুলো নিয়ন্ত্রণ করা হবে বলে জানায় ডিএসসিসি।http://www.dailymotion.com/video/x3scikc_%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%B8-%E0%A6%AC%E0%A6%9A-%E0%A6%9B-%E0%A6%86%E0%A6%B2-%E0%A6%A8-%E0%A6%B6-%E0%A6%9A-%E0%A6%A4-%E0%A6%A1-%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8-%E0%A6%B8-%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6-%E0%A6%AF-%E0%A6%97_news
ভিডিও সময় টিভি

আর পড়তে পারেন