শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হোমনায় গৃহবন্দি অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৯, ২০২০
news-image

মোঃ আতিক,হোমনাঃ

কুমিল্লার হোমনা উপজেলায় করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা অসহায়,হত দরিদ্র লোকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার বিকালে কুমিল্লা উঃ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন সরকারের নিজস্ব অর্থায়নে উপজেলার আছাদপুর ইউনিয়নের পাথালিয়া কান্দি গ্রামের ১০০ পরিবারের মাঝে মাস্ক,সাবান ও হ্যান্ড স্যানিটাইজার সহ চাল, ডাল, তৈল, আলু বিতরণ করা হয়েছে। এ সময় নিটল নিলয় গ্রূপের কর্মকর্তা মো. আরাফাত হোসেন, পৌর আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ও হোমনা ইসলামী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মমো.সামসুজ্জামান উপস্থিত ছিলেন।

জানা গেছে, করোনা ভাইরাসের কারনে গৃহবন্দি নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর দিক নিদের্শনায় একটি পৌর সভা ও ৯ ইউনিয়নে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজা সহ ৫ কেজি চাল, ২ কেজি পেয়াজ,১ কেজি ডাল,১ লিটার তেল, ২ কেজি আলু সহ, খাদ্য সহযোগীতা প্রদান করা হচ্ছে।

আর পড়তে পারেন