১০১ টাকার ওষুধ ১২৯৯ টাকায় কেনা! কুমিল্লা মেডিকেল কলেজে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে মাত্র ১০১ টাকা মূল্যের ইনজেকশন পেনটোথাল সোডিয়াম (১ গ্রাম পানিসহ) ১২৯৯ টাকা দরে কেনা হয়েছে বলে দাবি করা হয়েছে, যা সরকারি নিয়ম নীতিমালার সম্পূর্ণ লঙ্ঘন। এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও বর্তমান পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে নিপীড়িত নাগরিক সমাজ, কুমিল্লার ছাত্র জনতা ও সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরে ওষুধ (এমএসআর) কেনাকাটায় প্রায় ৫ কোটি টাকার বাজেট বরাদ্দ ছিল। এর মধ্যে শুধু পেনটোথাল সোডিয়াম ইনজেকশন কেনাকাটায় প্রায় ৪৭ লাখ ৯২ হাজার টাকার সরকারি অর্থের অপচয় হয়েছে। যেখানে বাজারে এই ওষুধের খুচরা মূল্য মাত্র ১০১ টাকা, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ সেটি কিনেছে ১২৯৯ টাকায় প্রতিভায়েল দরে।
বক্তারা আরও বলেন, “হাসপাতালটিতে দীর্ঘদিন ধরেই দালালচক্র ও দুর্নীতির রাজত্ব চলছে। একের পর এক অনিয়ম সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।” তারা অবিলম্বে হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্টদের অপসারণ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মানববন্ধনে যাঁরা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী
মোহাম্মদ রাশেদুল হাসান, এবি পার্টি কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মো. সামদানী,অন্যান্য ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন,“এটি একটি প্রিন্টিং মিসটেক।”
তবে মানববন্ধনে উপস্থিত সকলে এই ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, “এ ধরনের ‘মিসটেক’ আসলে দুর্নীতিকে ঢাকার অপচেষ্টা মাত্র।”দুর্নীতির সাথে জড়িত সকল কর্মকর্তার অপসারণ।