শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ আগস্ট বোমা হামলার প্রতিবাদে দাউদকান্দিতে যুবলীগের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৭, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

১৭ আগস্ট সারাদেশে  সিরিজ বোমা হামলার প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা।

মঙ্গলবার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুরে  দুপুরে ৩ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৭ আগস্টের সারাদেশে একযোগে বোমা হামলার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, মেহেদি হাসান সুমন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, দাউদকান্দি পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, মেহমুদ চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য জায়েদ আহমেদ জুলহাস, হাসানুজ্জামান হাসান, বাকি চৌধুরিসহ কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীরা।

১৭ আগস্টে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের আমলে সারাদেশে একযোগে  ন্যাক্কারজনক বোমা হামলার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ বলেন, এই জঘন্য অপরাধের সাথে যারা ঐ সময় জড়িত ছিল তাদেরকে এবং একে যারা সহযোগিতা পৃষ্ঠপোষকতা করেছিল তাদেরকেও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। তারা আরো বলেন, ১৫ আগষ্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক সকল খুনীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ই আগস্ট, বাংলাদেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা হয়। একসাথে হামলার মাধ্যমে দেশে নিজেদের সংঘবদ্ধ উপস্থিতির ঘোষণা করেছিলো জঙ্গি জেএমবি।

আর পড়তে পারেন