শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

২০১৮ সালে ৮ ঘটনার ভবিষ্যদ্বাণী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৫, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্ট :

ক্রেইগ হ্যামিলটন পার্কার বর্তমানে একটি আলোচিত নাম। ইইরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচিত হওয়া নিয়ে তিনি নির্ভুল ভবিষ্যদ্বাণী করে খবরের শিরোনাম হন। এবার তিনি নতুন বছর ২০১৮ সাল কেমন হবে নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি তার ভবিষ্যদ্বাণীর কথা প্রকাশ করেন। তবে, তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী আসছে বছরটি মোটেও সুখকর নয় আমাদের জন্য। আগামী বছর ঘটবে এমন ৮টি বিষয়ের ইঙ্গিত করেছেন পার্কার।

পার্কারের মতে, ২০১৮ সালে আরও বেশি পরিমাণে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটবে। ব্রিটেনে বড় ধরণের আন্দোলন হতে পারে। একটি মার্কিন রণতরী ডুবে যাবে। কিম জং উনের পতন ঘটবে। এছাড়াও ২০১৮ সালেই প্রিন্স হ্যারি এবং মেগান ম্যারকেলের মধ্যে বাগদান সম্পন্ন হবে। একটি অভিশংসন প্রক্রিয়ার হাত থেকে বেঁচে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেপলসের কাছাকাছি একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে। আর এন্টার্কটিকা থেকে একটি বিরাট বরফখন্ড আলাদা হয়ে দূরে ভেসে যাবে। দ্য ইনডিপেন্ডেন্ট

আর পড়তে পারেন