বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

২০ বছর ধরে কুড়িয়ে পাওয়া লতাপাতা বিক্রি করেই চলে বৃদ্ধা সুফিয়ার জীবন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বৃদ্ধা সুফিয়া বেগম। বয়সও সঠিকভাবে বলতে পারেন না। শুধু বলতে পারেন ব্রিটিশ সরকারের শাসন আমলের কথা। এক সময় মানুষের বাড়িতে কাজ করেছেন। তবে বয়সের ভারে সেই কাজও করতে পারেন না। প্রায় ২০ বছর ধরে কুড়িয়ে পাওয়া লতাপাতা ও সবজি বিক্রি করেই চলে তার দৈনন্দিন জীবন।

খোঁজ নিয়ে জানা যায়, সুফিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলায়৷ স্বামী রশিদ মিয়ার বাড়িও একই জেলায়। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর সুফিয়া ও তার স্বামী জীবিকার সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে আসেন। বসবাস করতেন শহরে কাজীপাড়ায় পৌরসভার কলোনিতে। সেখানে থেকে এ দম্পতি দিনমজুরের কাজ শুরু করেন। তবে অল্প কিছুদিনের মধ্যে তার স্বামী মারা যান।

তাদের দুই মেয়ের মধ্যে এক মেয়েও মরা যায়। তারপর এক কন্যা সন্তানকে নিয়ে শুরু হয় সুফিয়ার জীবন যুদ্ধ৷ মানুষের বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে কিশোরগঞ্জে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দেন। বিয়ের পর একমাত্র মেয়ের জামাই সুফিয়ার স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্বল ছোট বাড়িটিও লিখে নেন। কিছুদিন পর তার প্রতি তুচ্ছতাচ্ছিল্য শুরু করেন। অভিমানে একা ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে আবার ফিরে আসেন সুফিয়া।

তিনি বলেন, ‘আমার তো স্বামী নাই। একমাত্র মেয়ে বেঁচে থেকেও নাই৷ ছোট একটি বাড়ি স্বামী রেখে গিয়েছিল। সেই বাড়িও অন্যরা নিয়ে যাবে এ অজুহাতে মেয়ের জামাই লিখে নিয়ে দখল করেছে। সহায় সম্বলহীন আমাকে কে পালবে?’

তিনি আরও বলেন, ‘১৯৮৮ সালে বন্যার সময় ব্রাহ্মণবাড়িয়ায় আবার ফিরে এসে একটি বেকারিতে ১২ টাকা মজুরিতে চিনি ভাঙানোর কাজ শুরু করেছিলাম। সেই কাজ বেশি দিন করতে পারিনি। পরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গৃহপরিচারিকার কাজ করেছি। বয়স বাড়ার সঙ্গে সেই কাজও এখন করতে পারি না। তাই বিকেলে হেঁটে বিভিন্ন জায়গায় ঘুরে সড়কের পাশে ও ঝোপঝাড়ে থাকা কচুর লতি, কচু, তেলাকুচা পাতা, কলমিলতাসহ নানান গাছের লতাপাতা যতটুকু সংগ্রহ করতে পারি, তা সন্ধ্যায় কালিবাড়ির মোড়ে বসে বিক্রি করি। কোনোদিন ১৫০ টাকা আবার কোনোদিন ২০০ টাকা পাই। যত টাকা আয় হয় তা দিয়ে চলি।’

সুফিয়া বলেন, ‘মাঝে একজনের দেওয়া আশ্রয়ে বেশ কিছুদিন ছিলাম। এখন কেউ তো আর আশ্রয় দিতে চায় না, তাই রেলস্টেশনে বা মানুষের বাড়ির বারান্দায় ঘুমিয়ে রাত পার করি। এছাড়া তো আমার আর কিছু করার নাই।’

সুফিয়া বেগমের পাশে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির সবজির দোকান আছে। তিনি বলেন, ‘আমি টিএ রোড ও কালিবাড়ি মোড়ে প্রায় এক যুগের বেশি সময় ধরে ব্যবসা করে আসছি৷ সুফিয়া বেগম আরও আগেই এ জায়গায় বসে লতাপাতা বিক্রি করে আসছেন। খুবই শান্ত স্বভাবের তিনি। তার তো আপন বলতে কেউ নেই। যদি কেউ তাকে আশ্রয় বা সহযোগিতা করতো, তাহলে হয়তো বাকি জীবন শান্তিতে কাটিয়ে যেতে পারতেন।’

জেলা শহরের কাজিপাড়ার বাসিন্দা মাকসুদুর রহমান বলেন, এ বৃদ্ধা আমাদের এলাকার বিভিন্ন বাসাবাড়িতে আশ্রয়ে ছিলেন। ভালো একজন মানুষ তিনি। নিজে কর্ম করে জীবিকা নির্বাহ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন বলেন, সরকার অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াচ্ছে। সুফিয়া বেগম আমাদের সঙ্গে কখনো যোগাযোগ করেননি। তিনি জাতীয় পরিচয়পত্রসহ আবেদন করলে আমরা তাকে সহায়তা করার উদ্যোগ নেবো।’
সূত্র-জাগো নিউজ

আর পড়তে পারেন