বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট, ২ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৪, ২০১৯
news-image

স্পোর্টস ডেক্সঃ

৩০ মে আসর শুরু হলেও বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২ জুন দ.আফ্রিকার বিরুদ্ধে। আর ক্রিকেটের চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে। এই বিশ্বকাপ দিয়ে লর্ডসে প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট খেলবে বাংলাদেশ।

শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের বছর। আগামী মে মাসেই মাঠে গড়াবে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে অনুষ্ঠেয় এবারের আসরে কোনো গ্রুপ নেই। বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলই খেলবে একে অপরের বিরুদ্ধে।

আজ ২০১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরের। এবারের বিশ্বকাপে বাংলাদেশ প্রথম মাঠে নামবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

বিশ্বকাপের দ্বাদশ আসর দেড় মাস ব্যাপী চলবে। মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে গ্রুপ পর্বেই হবে ৪৫টি খেলা। গ্রুপ পর্বের পর সরাসরি সেমিফাইনাল ও ফাইনাল- তিন ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে আগামী চার বছরের ওয়ানডের বিশ্বসেরা দলের নাম।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশের একমাত্র দিবারাত্রির ম্যাচ এটি। ৮ জুন কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। গ্রুপ পর্বের প্রায় শেষ দিকে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ৫ জুলাই লর্ডসে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। লর্ডসে এটাই হবে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর ৯ জুলাই বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল এবং ১৪ জুলাই লর্ডসে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে দ্বাদশ বিশ্বকাপের।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সূচি :
তারিখ ম্যাচ ভেন্যু
৩০ মে ২০১৯ ইংল্যান্ড-দ.আফ্রিকা ওভাল
৩১ মে ২০১৯ পাকিস্তান-উইন্ডিজ ট্রেন্টব্রিজ
১ জুন ২০১৯ নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা কার্ডিফ
১ জুন ২০১৯ অস্ট্রেলিয়া-আফগানিস্তান ব্রিস্টল(দি/রা)
২ জুন ২০১৯ বাংলাদেশ-দ.আফ্রিকা ওভাল
৩ জুন ২০১৯ ইংল্যান্ড-পাকিস্তান ট্রেন্টব্রিজ
৪ জুন ২০১৯ আফগানিস্তান-শ্রীলঙ্কা কার্ডিফ
৫ জুন ২০১৯ ভারত-দ.আফ্রিকা সাউদাম্পটন
৫ জুন ২০১৯ বাংলাদেশ-নিউজিল্যান্ড ওভাল(দি/রা)
৬ জুন ২০১৯ অস্ট্রেলিয়া-উইন্ডিজ ট্রেন্টব্রিজ
৭ জুন ২০১৯ পাকিস্তান-শ্রীলঙ্কা ব্রিস্টল
৮ জুন ২০১ ইংল্যান্ড-বাংলাদেশ কার্ডিফ
৮ জুন ২০১৯ আফগানিস্তান-নিউজিল্যান্ড টন্টন(দি/রা)
৯ জুন ২০১৯ অস্ট্রেলিয়া-ভারত ওভাল
১০ জুন ২০১৯ দ.আফ্রিকা-উইন্ডিজ সাউদাম্পটন
১১ জুন ২০১৯ বাংলাদেশ-শ্রীলঙ্কা ব্রিস্টল
১২ জুন ২০১৯ অস্ট্রেলিয়া-পাকিস্তান টন্টন
১৩ জুন ২০১৯ ভারত-নিউজিল্যান্ড ট্রেন্টব্রিজ
১৪ জুন ২০১৯ ইংল্যান্ড-উইন্ডিজ সাউদাম্পটন
১৫ জুন ২০১৯ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ওভাল
১৫ জুন ২০১৯ আফগানিস্তান-দ.আফ্রিকা কার্ডিফ(দি/রা)
১৬ জুন ২০১৯ ভারত-পাকিস্তান ওল্ড ট্রাফোর্ড
১৭ জুন ২০১৯ বাংলাদেশ-উইন্ডিজ টন্টন
১৮ জুন ২০১৯ ইংল্যান্ড-আফগানিস্তান ওল্ডট্রাফোর্ড
১৯ জুন ২০১৯ নিউজিল্যান্ড-দ.আফ্রিকা এজবাস্টন
২০ জুন ২০১৯ অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেন্টব্রিজ
২১ জুন ২০১৯ ইংল্যান্ড-শ্রীলঙ্কা হেডিংলি
২২ জুন ২০১৯ আফগানিস্তান-ভারত সাউদাম্পটন
২২ জুন ২০১৯ নিউজিল্যান্ড-উইন্ডিজ ওল্ড ট্রাফোর্ড(দি/রা)
২৩ জুন ২০১৯ পাকিস্তান-দ.আফ্রিকা লর্ডস
২৪ জুন ২০১৯ আফগানিস্তান-বাংলাদেশ সাউদাম্পটন
২৫ জুন ২০১৯ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লর্ডস
২৬ জুন ২০১৯ নিউজিল্যান্ড-পাকিস্তান এজবাস্টন
২৭ জুন ২০১৯ ভারত-উইন্ডিজ ওল্ড ট্রাফোর্ড
২৮ জুন ২০১৯ দ.আফ্রিকা-শ্রীলঙ্কা চেস্টার-লি-স্ট্রিট
২৯ জুন ২০১৯ আফগানিস্তান-পাকিস্তান হেডিংলি
২৯ জুন ২০১৯ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড লর্ডস(দি/রা)
৩০ জুন ২০১৯ ইংল্যান্ড-ভারত এজবাস্টন
১ জুলাই ২০১৯ শ্রীলঙ্কা-উইন্ডিজ চেস্টার-লি-স্ট্রিট
২ জুলাই ২০১৯ বাংলাদেশ-ভারত এজবাস্টন
৩ জুলাই ২০১৯ ইংল্যান্ড-নিউজিল্যান্ড চেস্টার-লি-স্ট্রিট
৪ জুলাই ২০১৯ আফগানিস্তান-উইন্ডিজ হেডিংলি
৫ জুলাই ২০১৯ বাংলাদেশ-পাকিস্তান লর্ডস
৬ জুলাই ২০১৯ ভারত-শ্রীলঙ্কা হেডিংলি
৬ জুলাই ২০১৯ অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা ওল্ড ট্রাফোর্ড(দি/রা)
৯ জুলাই ২০১৯ সেমিফাইনাল ১ (বাছাই ১-বাছাই ৪) ওল্ড ট্রাফোর্ড
১১ জুলাই ২০১৯

সেমিফাইনাল ২ (বাছাই ২-বাছাই ৩) এজবাস্টন

১৪ জুলাই ২০১৯ ফাইনাল লর্ডস

আর পড়তে পারেন