শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৪ বছর পর খুলেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০২২
news-image

 

জাকির হোসেন হাজারী:
টানা চার বছরের বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার (৯ আগষ্ট) খুলেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়।

জেলা ছাত্র দলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ উদ্বোধন ও আলোচনা সভা করতে সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলায় অবস্থিত কার্যালয়ে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার এবং প্রধান বক্তার বক্তব্য রাখের সদস্য সচিব তারিক মুন্সি। জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুুগ্ম আহবায়ক আতিকুল আলম শাওন।

সভা শেষে দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা, চান্দিনা, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলাসহ বিভিন্ন কলেজ পৌরসভা কমিটির নেতাদের মাঝে সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।

জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির বলেন , দীর্ঘদিন পরে আজ আমরা আমাদের দলের অফিসটি খুলেছি। তিনি আরো বলেন, চার বছর আগে জেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম চেয়ারম্যান মারা যায়, ওই সময় আমরা দলের এই ত্যাগি নেতার দোয়া মাহফিলের জন্য আওয়ামী লীগের বাধার কারনে অফিসটি খুলতে পারিনি।

আর পড়তে পারেন