চৌদ্দগ্রামে ১২ ইউপি নির্বাচনে ৭১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৪র্থ ধাপের ১২টি ইউপি নির্বাচনে ৬৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ সর্বমোট ৭১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ৪৪ জন, আ’লীগ দলীয় প্রার্থী ১২ জন, ইসলামী আন্দোলন ৭, জাকের পার্টি ৩, জাতীয় পার্টি ২, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ১, সংরক্ষিত নারী সদস্য (মহিলা মেম্বার) ১০৫, সাধারণ সদস্য (মেম্বার) ৫৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ সদস্যরা।
১নং কাশিনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত ৭, সাধারণ ৪৫। ২নং উজিরপুরে চেয়ারম্যান পদে ৮, সংরক্ষিত ১০, সাধারণ ৪১ জন। ৩নং কালিকাপুরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৯, সাধারণ ৫১। ৪নং শ্রীপুরে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত ৮, সাধারণ ৩২ জন। ৫নং শুভপুরে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১২, সাধারণ ৪৫ জন। ৬নং ঘোলপাশায় চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৯, সাধারণ ৪৫। ৮নং মুন্সীরহাটে চেয়ারম্যান পদে ১৪, সংরক্ষিত ৭, সাধারণ ৫৭ জন । ৯নং কনকাপৈতে চেয়ারম্যান পদে ৬, সংরক্ষিত ১০, সাধারণ ৫৪ জন । ১০নং বাতিসায় চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত ৭, সাধারণ ৪৪ জন। ১১নং চিওড়ায় চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ১১, সাধারণ ৪৫ জন। ১২নং গুনবতীতে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত ৭, সাধারণ ৪৭ জন এবং ১৩নং জগন্নাথদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত ৮, সাধারণ ৩৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।