মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে সুলতানী আমলের প্রাচীণ ছোট সুন্দর মসজিদের সংরক্ষিত পুরাকীর্তি পরিদর্শন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১২, ২০১৯
news-image

শাহ ইমরানঃ

চাঁদপুর জেলার সদর উপজেলার রামপুর ইউনিয়নে সুলতানী আমলের প্রাচীণ ছোট সুন্দর মসজিদের সংরক্ষিত পুরাকীর্তির নোটিশ বোর্ড স্থাপন ও সংস্কার কাজের পূর্ব প্রস্তুতি উপলক্ষে পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ৷

বুধবার (১১ সেপ্টেম্বর)  প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালক অফিস, চট্টগ্রাম ও সিলেট বিভাগ কর্তৃক এটি পরিদর্শনের উদ্যোগ নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার শাহীন আলম, ময়নামতি জাদুঘরের, কাস্টোডিয়ান (চ.দা.) মো.হাফিজুর রহমান, রামপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আল মামুন পাটোয়ারি, আঞ্চলিক পরিচালক অফিসের নকশা অংকনকারী, সার্ভেয়ার, আলোকচিত্রকর, পটারী রেকর্ডার, সংরক্ষণ ফোরম্যান প্রমুখ ৷

আর পড়তে পারেন