সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনিদ্র কলমে জলজোৎস্না

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৮, ২০২২
news-image

 

হাসান কল্লোল:
একদিন আপনাকে নিয়ে কবিতা লিখবো,
যেদিন আমার কলম খুব স্বাধীন হবে!
আনন্দ বাগানে ফুটবে হাস্নাহেনার মত
চাঁদের কোমল পাপড়ি!

আমার বেঁচে থাকার জন্য
কারো কাছে করুনা চাইতে হবেনা,
সেইদিন ঝুম বৃষ্টি হবে।

সমস্ত গ্রাম ভিজবে রাতে জোৎস্নায়,
সৌন্দর্য আর ভালোবাসার ছায়া
হেটে যাবে হাত ধরে:
আপনি অপলক দেখবেন!
শুধু আমি থাকবো না ।।

লেখক:
হাসান কল্লোল,
ইস্কাটন গার্ডেন।।

আর পড়তে পারেন