বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিকআপভ্যানে থাকা বৈদ্যুতিক খুঁটির আঘাতে প্রাণ গেল তাকবিরের

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১০, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুরে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে পিকআপভ্যানে থাকা বৈদ্যুতিক খুঁটির আঘাতে তাকবির হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুন) বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়।

বিকেলে সাড়ে ৫টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

তাকবির হোসেন একই এলাকার প্রবাসী মহিউদ্দিনের ছেলে। সে স্থানীয় আল হুদা ক্যাডেট মাদরাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা ১১টার দিকে মা সুরাইয়া সুলতানার সঙ্গে তাকবির ও তার বড় ভাই তাইফ হোসেন ভবেরহাটে ফুপুর বাড়ির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তারা হেঁটেই রওনা দেন। তারা যখন সদর উপজেলার জকসিন-ভবেরহাট সড়কে পৌঁছান তখন সেখানে বৈদ্যুতিক খুঁটি বহনকারী একটি পিকআপ ঘুরিয়ে অন্যদিকে নেওয়া হচ্ছিল।

এ সময় খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তাকবির গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাহারকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার জাবেদ হোসেন মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তবে কারো কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে।

আর পড়তে পারেন