শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ইফতারিতে নিষিদ্ধ কাপড় ও টেক্সটাইল রং ব্যবহার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১, ২০২৩
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও নিষিদ্ধ কাপড়ের রং ও টেক্সটাইল রং ব্যবহার করায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১ এপ্রিল) দুপুরে নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডিবি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় চিকেন চাপ, চিকেন টিক্কা, আলুরচপে নিষিদ্ধ কাপড়ের রং, টেক্সটাইল রং ব্যবহার করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি করায় আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।

আর পড়তে পারেন