শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাম্প্রদায়িকতাকে সমূলে ধ্বংস করার আহ্বান : ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৭, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অফুরান এক প্রেরণার উৎস এবং চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৭ আগস্ট) সকাল সাতটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি গণমাধ্যমে এ কথা বলেন। এ সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতাকে সমূলে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালির জীবনে প্রাসঙ্গিক। আমাদের সংকটে, আমাদের সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে তিনি অফুরান এক প্রেরণার উৎস এবং চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন।

তিনি আরও বলেন, আগস্ট মাস বাঙালিদের জন্য ট্রাজেডির মাস। আগস্ট মাসে আমরা বাংলার সেরা তিন জন মানুষকে হারিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করতে এসেছি। নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালির জীবনে প্রাসঙ্গিক।

কাদের বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শাহাদাৎবার্ষিকীর এই দিন থেকে আজকে আমাদের এই অঙ্গীকার করতে হবে, জাতীয় কবি যেমন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, গানের মাধ্যমে প্রতিবাদ করেছেন সাম্যের ভাষায় তিনি যেমন আপসহীন ছিলেন, সেভাবেই আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সাম্প্রদায়িকতাকে সমূলে ধ্বংস করতে চাই। বাংলাদেশে যারা সত্যিকারের বাঙালি তাদের কাছেও এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ যুব মহিলা লীগ, বাংলাদেশ কৃষক লীগ, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ কৃষকলীগ, জাসাস, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্র, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, কবি নজরুল ইনস্টিটিউড, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলসহ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আর পড়তে পারেন