দাউদকান্দির জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হওয়া হত্যা মামলার আসামি মো. শাহ আলম ওরফে পা কাটা আলম (৩৬) কে গ্রেফতার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের পোদ্দার বাড়ির মৃত বজলু মিয়ার ছেলে এবং জিংলাতুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, বৈষম্য বিরোধী হত্যা মামলার এজহারভূক্ত আসামি মো. শাহ আলম গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ১৪ টি মামলা রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।