অনলাইন ডেস্ক:
তামিম ইকবাল পদত্যাগ করার পর থেকেই অধিনায়ক খুঁজছে বিসিবি। তাদের প্রথম পছন্দ সাকিব আল হাসান। যিনি টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাটেও অধিনায়ক। বিসিবি চায় দীর্ঘ মেয়াদে, অন্তত দুই বছরের জন্য কাউকে অধিনায়ক করতে।
তবে ৩৬ বছর বয়সী সাকিব কত দিন খেলবেন, সেটাও একটা প্রশ্ন। তাই পরবর্তী পছন্দ হিসেবে আসছে লিটন দাস, এমনকি মেহেদী মিরাজের নাম। তবে এত তরুণ কাউকে বিশ্বকাপে অধিনায়ক করে চাপে ফেলতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের পাপন বলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। দ্বিপক্ষীয় সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়া করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘এখানে দু’টি সমস্যা, একটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার যদি লম্বা সময়ের জন্য চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানালাম, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময়ের জন্য হবে কিভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।’