রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মোস্তাফিজুর রহমানকে দলে নিতে পেরে খুশি সিএসকে

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২০, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের নিলাম হয়ে গেল গতকাল মঙ্গলবার। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দলের এই কাটার মাস্টারকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে নিয়েছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

নিলামের এক্সিলারেটেড রাউন্ডে মোস্তাফিজকে কিনে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। বাংলাদেশ দলের তারকা পেসারকে দলে নেওয়ার পর চেন্নাইয়ের প্রধান কোচ মাইক হেসন বলেছেন, ‘মোস্তাফিজ আমাদের জন্য সঠিক বাছাই। আমরা জানি সে টুর্নামেন্টের সব ম্যাচে খেলতে পারবেনা। তবে উপযুক্ত উইকেট পেলে ওকে খেলানো হবে। মোস্তাফিজের কাটার, স্লোয়ার আমাদের জন্য দারুণ উপযোগী হতে চলেছে।’

মোস্তাফিজ অতীতে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। কাটার মাস্টারকে এবার দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।

গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন মোস্তাফিজ। ২০২২ সালে তাকে নিলামে কেনার পর ২০২৩ আসরেও ধরে রেখেছিল দলটি। তবে এবার নিলামের আগে ছেড়ে দেয়।

আইপিএলে এরই মধ্যে বেশ কয়েকটি দলে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে মোস্তাফিজের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। হায়দরাবাদে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন ফিজ।

এরপর ২০২১ মৌসুমে খেলেছেন রাজস্থান রয়্যালসে। পরের মৌসুমে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার ধোনির চেন্নাই হলো টাইগার পেসারের নতুন ঠিকানা।

আর পড়তে পারেন