দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় যুবলীগ। মঙ্গলবার(১৩) দুপুরে গৌরীপুর-হোমনা সড়কের দাউদকান্দির গৌরীপুর গোমতি সেতু উত্তরপাড় এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারী বিক্ষোব্দ লোকজন মহাসড়কের সেতু এলাকা থেকে দরিকান্দি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা ঘন্টাব্যাপি অবরোধ করে রাখেন।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্যে নিহতের ভাই ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন বলেন, আমরা এদেশে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে খুনীর ছেলে মেয়েরা কিলার দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। খুনিরা বাহিরে থেকে এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তাই ধরাছোঁয়ার বাইরে থাকা হত্যার পরিকল্পনাকারী মুলহোতাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়াতায় আনার দাবী জানাচ্ছি। এছাড়া বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুরুন নবী, শামছুল আলম চেয়ারম্যান, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজম সরকার, ওমর ফারুক, সহসভপতি আমির হোসেন, মুকবুল হোসেন, কবির হোসেন ও নিপা মেম্বার প্রমূখ।
উল্লেখ্য গত ৩০ এপ্রিল রাতে দাউদকান্দির গৌরীপুর বাজারে বোরকা পরা তিন দুবৃত্তের গুলিতে নিহত হন যুবলীগ নেতা জামাল হোসেন।