স্টাফ রিপোর্টার:
কথার লড়াইয়ে জমে উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কখনো চোর, কখনো রাজাকারের সন্তান, কখনো সাক্কু টাকার পাহাড় গড়েছেন, সাক্কু দুর্ণীতিবাজ প্রমাণ করতে না পারলে নির্বাচন থেকে সরে আসবেন – এমন অভিযোগ করে আসছেন নৌকার মাঝি আরফানুল হক রিফাত।
এ অভিযোগের পর এবার উত্তর দিতে শুরু করেছেন মনিরুল হক সাক্কু । তিনি বলেছেন- যখন আমি তাদের জন্য করছি, তখন আমি চোর ছিলাম না। এখন রিফাত ভাই নির্বাচনে দাড়াইছে, তাই আমি এখন চোর হয়ে গেছি। আমি চোর হলে রিফাত বড় চোর। রিফাত হো আর ইউ? উনি কি জজ? সরকার না প্রধানমন্ত্রী। গায়ের জোর বেশি থাকলে স্টেডিয়ামে আসুক। আসেন কোথায় মারপিঠ করবেন, ঘোষণা দিয়ে আসেন। আজ যদি রিফাত ভাই নৌকার মাঝি না হয়ে সীমা মনোনয়ন পাইতো তাহলে রিফাত ভাই তো আমার পিছে থাকতো আর কইতো সীমাকে ফেল করাও।
নগরীতে বিভিন্ন সড়কে প্রচারণা করতে গিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু এ সব কথা বলেন।