Tag Archives: আশ্রয় নেওয়া মানুষ

কুমিল্লায় বন্যা পরিস্থিতি

কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন দুর্গতরা

কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন দুর্গতরা

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। পানির স্তর নামতে শুরু করায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া মানুষজন তাদের আসবাবপত্র নিয়ে ঘরে ফিরছেন, অনেকে আবার বাড়িঘর মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত দিয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় বাঁধ ভাঙার পরও কিছু পানি বের হতে দেখা গেছে, তবে বর্তমানে গোমতী নদীর পানির প্রবাহ স্বাভাবিক অবস্থায় রয়েছে।

কুমিল্লায় পানি কমার সাথে সাথে বন্যার ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতির চিহ্নও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। অনেক সড়ক, যা পানির নিচে ছিল, এখন ফেটে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে।

কুমিল্লার দক্ষিণাঞ্চলের লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলাগুলোতেও বন্যার পানি কমছে, ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছিলেন। ৭২৪টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৭৮ হাজারেরও বেশি মানুষ এখন ধীরে ধীরে তাদের নিজস্ব ঘরবাড়িতে ফিরে আসছেন।