Tag Archives: ইউনিটি অফ কুমিল্লার উদ্যোগে মিলনমেলায় অংশগ্রহণ করবে সহস্রাধিক বন্ধু

ইউনিটি অফ কুমিল্লার উদ্যোগে মিলনমেলায় অংশগ্রহণ করবে সহস্রাধিক বন্ধু

নাছরিন আক্তার হীরা:

আগামী  ১০ ই মার্চ  ইউনিটি অফ কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে কুমিল্লার কোটবাড়ির  ম্যাজিক প্যারাডাইজ বিনোদন কেন্দ্রে  মহা মিলন মেলার আয়োজন করা হয়েছে। হাজারের অধিক বন্ধু এ মিলনমেলার স্বাক্ষী হতে যাচ্ছেন।

এ মহামিলনমেলা প্রোগ্রাম উপলক্ষে গ্রুপের পক্ষ থেকে উচ্ছাসে ইউনিটি নামে “ম্যাগাজিন” প্রকাশ হবে।

মিলনমেলার আয়োজকরা জানান,  আগামী ১০ই মার্চ আমাদের মহামিলনমেলা প্রোগ্রাম ।সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেয়ার জন্য ইনশাআল্লাহ্ আমরা সবাই বদ্ধ পরিকর। এই জন্য  সবার ও আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা আরো বেশি প্রয়োজন।

মিলনমেলাটি প্রাণবন্ত করার জন্য বিভিন্ন বন্ধুদের প্রতিষ্ঠানে-কর্মস্থলে গিয়ে মিটিং করছেন ওমর ফারুক, কাজী সাইফুল, মো: ফরহাদ উদ্দিন, উজ্জ্বল চন্দ্র, জাকির হোসেন, মিতা বিশ্বজিৎ ভৌমিক, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, মেহেদী হাছান, শুকুরুল্লাহ ইমরান হোসেন, মোশাররফ রাসেল, সানী প্রমুখ।