স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুর চম্পকনগর (সাতওরা) গ্রামে মেহেদী হাসান (১০) নামের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে বাড়ির পাশ থেকে মেহেদীর লাশ উদ্ধার করে পুলিশ।
বিস্তারিত আসছে….
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মাহবুব আলম আরিফ, মুরাদনগর প্রতিনিধি.
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কামাল উদ্দিন নামের এক পীরের অনুসারীরা রাতের আধারে কবরস্থান থেকে তার লাশ চুরি করতে গিয়ে ভুলে পাশের কবর থেকে অন্য এক মহিলার লাশ চুরি করে মাজার স্থাপন করার ঘনটনা ঘটেছে।
গত বুধবার সন্ধ্যায় (১মে) মহিলার ছেলে বাদী হয়ে কামালের ৭ জন অনুসারীর বিরুদ্ধে মুরাদনগর থানা একটি মামলা দয়ের করেছে।
অভিযোগে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আলীরচর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে কামাল উদ্দিন গত দু’মাস আগে মারা যায়, তখন জমির অভাবে তার অনুসারীরা মাজার স্থাপন করতে পারে নাই।
পরে কামাল ফকিরের অনুসারীরা জমির ব্যবস্থা করে, গত সোমবার (২৯শে এপ্রিল) রাতে আলীরচর দক্ষিণ পাড়া কবরস্থান থেকে তার লাশ চুরি করতে গিয়ে ভূলে একই গ্রামের মৃত সরফত আলীর স্ত্রী আরোজা বেগমের লাশ চুরি করে নিয়ে গিয়ে মাজার স্থাপন করেন। পরদিন ঘটনাটি জানাজানি হলে গ্রামের যুবকদের সাথে কামাল অনুসারীদের দফায় দফায় বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরে গত বুধবার সন্ধ্যায় (১মে) মহিলার ছেলে আব্দুল কুদ্দুস(৪২) বাদী হয়ে উপজেলার আলীরচর গ্রামের মৃত ধনু ফকিরের ছেলে শাহ আলম(৫৫), মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুস ছাত্তার(৬৭), মৃত সাহেব আলীর ছেলে কামাল মিয়া(৫০) মৃত আনু মিয়ার ছেলে জামাল মিয়া(৫০), জলিল মিয়া(৬৫) পিতা অজ্ঞাত, ধামঘর গ্রামের বাচ্চু মিয়া(৬০) পিতা অজ্ঞাত, ঢাকা নবাবপুরের বাসিন্দা মোসলেম মিয়া(৫৫) পিতা অজ্ঞাতদের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে কামাল অনুসারী ও যুব সমাজের মধ্যে যে কোন সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশস্কা করছে এলাকাবাসী।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন থেকে আকলিমা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পুলিশ বাথরুমের দরজা ভেঙ্গে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে। আকলিমা আক্তার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পশ্চিম বিল কাকরাকান্দা গ্রামের জাহের আলীর মেয়ে।
পুলিশ জানায়, আকলিমা প্রায় ২বছর ধরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার শিরিনের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল। বৃহস্পতিবার বিকালে সে বাথরুমে প্রবেশ করে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ডাক্তারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে কৃষ্ণচুড়া নামের ৪র্থ তলা ভবনের ২য় তলার বাথরুমের দরজা ভেঙ্গে পুলিশ ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় একটি সূত্র জানায়, ওই হাসপাতালের এক চিকিৎসকের সহকারীর সাথে আকলিমার প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের সূত্র ধরে কোন কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ডা. মাহমুদা আক্তার শিরিন জানান, আকলিমার প্রেমের বিষয়টি এখন বিভিন্ন জনের নিকট শুনতে পাচ্ছি, কিন্তু আমি নিশ্চিত নই। সে বাথরুমে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
রাতে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, ‘সন্ধ্যার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে, আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি, আত্মহত্যার পেছনে কি কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে।’