শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জের পাঁচপুকুরিয়া গ্রামে বই বিতরণ উৎসব

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৮, ২০২৪
news-image

স্টাফ রিপোর্টার:

পাঁচপুকুরিয়া, মনোহরগঞ্জঃ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামে অনুষ্ঠিত হল বিনামূল্যে বই বিতরণ উৎসব। কথাসাহিত্যিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ এর উদ্যোগ ও আয়োজনে গত ৮ মার্চ শুক্রবার বিকালে সাহেব বাড়ির উঠোনে গ্রামের তরুণ সমাজের মধ্যে এই বই বিতরণ করা হয়।

বই বিতরণ উদ্বোধন করেন মনোহরগঞ্জ খিলা আজিজ উল্লাহ হাই স্কুলের সাবেক শিক্ষক মোজহারুল ইসলাম ফারুক বিএসসি। তাকে সহযোগিতা করেন গ্রামের তরুণ শিবলী সাদিক। বই বিতরণ উদ্বোধন করে ফারুক বিএসসি বলেন, ‘গ্রামের তরুণদের মাঝে এই বিতরণের ফলে গ্রামের তরুণরা আবারো বইমুখী হবে। লেখাপড়ায় আগ্রহী হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।’ তিনি আরো বলেন, ‘বর্তমান ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। এই বিতরণ গ্রামের তরুণ সমাজকে মোবাইল থেকে বইয়ের মধ্যে ফিরিয়ে এনে লেখাপড়া মনোযোগী করতে সহায়তা করবে।’

সৃজনশীল বইয়ের পাশাপাশি পবিত্র কোরআন, ইসলামিক বই, গল্প, কবিতা, উপন্যাস, শিশুতোষ ছড়া গল্পের বই, ২০২৪ সালে বইমেলায় প্রকাশিত বই সহ প্রায় দেড়শ নতুন এবং পুরাতন বই গ্রামের তরুণদের কাছে বিতরণ করা হয়। গ্রামের তরুণদের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও বেশ উৎসাহ সহকারে বই সংগ্রহ করে।

আর পড়তে পারেন