সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘জয় বাংলা’ ও ‘বঙ্গবন্ধু: স্মৃতি সত্তা ভবিষ্যৎ’-এর গ্রন্থ উন্মোচন করলেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৭, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সরকারের সাবেক নুরুল ইসলাম নাহিদ ও কবি পিয়াস মজিদের সম্পাদিত বঙ্গবন্ধুর সাক্ষাৎকার সংকলন ‘জয় বাংলা’ এবং  পিয়াস মজিদ সম্পাদিত সৈয়দ শামসুল হকের ‘বঙ্গবন্ধু: স্মৃতি সত্তা ভবিষ্যৎ’-এর গ্রন্থ উন্মোচন করেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার  বিকেলে জাতীয় সংসদ ভবনের বঙ্গবন্ধু কর্নারে বই দুটির মোড়ক উন্মোচন করেন।

উল্লেখ্য, ‘জয় বাংলা’ গ্রন্থটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুটো গ্রন্থ-ই প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক, সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী, বইয়ের প্রকাশক হুমায়ূন কবীর এবং কুমিল্লার সন্তান কবি পিয়াস মজিদ।

গ্রন্থ দুটো পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় চারুলিপি প্রকাশনের ২৮ নং প্যাভিলিয়নে।

আর পড়তে পারেন