Tag Archives: ঐক্য

ঐক্য, সংস্কার, মুক্তি এমন উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি

 

স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (১০জুন) বিকেলে বাংলাদেশ আমজনগণ পার্টি কুমিল্লা জেলা শাখার উদ্যোগে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোডস্থ একটি আভিজাত্যপূর্ণ রেস্তোরাঁয় ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিথিদের আসন গ্রহণ ও পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আমজনগন জনগন পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ বক্তব্য রাখেন এসময় তিনি বলেন জনগণের মৌলিক অধিকার সুনিশ্চিত ও সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বাংলাদেশ আমজনগণ পার্টি। দেশের মানুষ এখন বুঝে গিয়েছে কোন দল ভালো আর কোন দল খারাপ। ইনশাআল্লাহ আগামীতে এ আমজনগণ পার্টিই সেরা জনসেবক দল হিসেবে পরিচিতি লাভ করবে। দলের আত্ম প্রকাশের অল্প কিছুদিনের মধ্যেই ৬৪ জেলার অধিকাংশ জেলা ও উপজেলার কমিটি সম্পন্ন হয়ে গিয়েছে।

জেলা আহবায়ক এডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম রুবেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য সোলেমান মিয়াজী,সাংবাদিক বি এম মহিউদ্দিন মন্টি, জহিরুল ইসলাম বাবু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা বিভাগীয় সংগঠক আবুল কালাম আজাদ ও এডভোকেট স্বপন কুমার সরকার বক্তব্য রাখেন। কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আমজনগণ পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ বলেন, বাংলাদেশ আমজনগন পার্টি হচ্ছে জনসাধারণের দল। ন্যায্যতা, সুশাসন প্রতিষ্ঠা করা, মজুলুমের পক্ষে কথা বলা,একাদ্বশ শ্রেনী পর্যন্ত বিনা বেতনে পড়া শোনার সুযোগ করে দেয়া ও দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়াই হচ্ছে এ দলের মূল লক্ষ্য।

পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শেষ হয়।