স্টাফ রিপোর্টার:
ওমান সালতানাতের সালালায় গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায়) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. নয়ন (২২) নামে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছে।
সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মো. শাহ্ জালাল মজুমদার খোকনের বড় ছেলে। নিহতের পিতা শাহজালাল জানায়, গত দুই বছর পূর্বে জীবিকার সন্ধানে ওমান পাড়ি দেয় সে। ঘটনার দিন ওমানের সালালা এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়িটি। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।
এসময় গাড়িতে থাকা চৌদ্দগ্রামের অপর তিন যুবক আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ দেশে আনার পক্রিয়া চলছে। নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।