সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাগুনের প্রথম দিনে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০২৩
news-image

এ কে সরকার শাওন:

প্রেমিক হৃদয় সতত উথলায়
ফল্গুধারার প্রাম্তরে!
চৈতী তৃষায় বিরহী ছটফটায়
প্রেমের শিখা অন্তরে!

মাস যায় বছর গড়ায়
যুগ হারায় মহাকালে!
হঠাৎ মুঠোফোনে সেই কন্ঠ
ফাগুনের সাত সকালে!

প্রিয়ার ফোনে জগলু চনমনে
কী এক মহেন্দ্রক্ষণে!
আসবে সে অবশেষে
ফাগুনের প্রথম দিনে!

সবুজে, লালে হলুদে, নীলে
সেজেছে বাংলার প্রান্তর!
কবি, বাউল, ভাবুক, জগলুর
খুশীতে উথাল অন্তর!

গাঁদা ফুলের হলুদ শাড়ীতে
সাজাবে আপন কায়!
শিমুল কিংশুকের লাল রংয়ে
আঁচল জড়াবে গায়!

নীল টিপ কপালে এঁটে
বসবে কোমল ঘাসে!
ছোট্ট আয়নায় মুখটি দেখে
ভাসবে লাজে সহাস্যে!

দখিনা হাওয়া কুর্নিশ করে
বলবে তাঁকে যেচে!
কৃঞ্চচূড়া মিনতি করেছে
তশরিফ নিতে নীচে!

ধন্য ফাগুন ধন্য ঘাস
ধন্য কৃঞ্চচূড়ার তল!
ফাল্গু হাওয়া চরম ধন্য
উড়িয়ে প্রিয়ার আঁচল!

সোনা রোদে সোনার কন্যা
যেন ঠিক বন-পরী!
তাঁর কাছে সব তুচ্ছ
স্বর্গের দেবী অপ্সরী!

দূরে দেখেই প্রেয়সী ডাকে
কোমল হাতের ইশারায়!
লাল করতলে চুমু বিলিয়ে
প্রিয়কে স্বাগত জানায় !

ফাগুনের আগুন লাগা
দিনের দ্বি-প্রহরে!
বন পলাশের ছায়াতলে
আমিত্ব বিলীন চিরতরে!

 

আর পড়তে পারেন