Tag Archives: ঔষধ ক্রয় বিক্রয়ে

কুমিল্লায় অবৈধ ঔষধ কারখানা

কুমিল্লায় অবৈধ ঔষধ কারখানা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় বিক্রয়ে জড়িত এক ব্যক্তি আটক

কুমিল্লায় অবৈধ ঔষধ কারখানা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় বিক্রয়ে জড়িত এক ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার:

অবৈধ ঔষধ কারখানা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সেলিম নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী নেতৃত্বে যৌথবাহিনী।

শনিবার (৩১ অক্টোবর) রাতে কুমিল্লা কোতোয়ালি থানার ১৬ নম্বর পকেট গেইট সংলগ্ন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে অবৈধ ঔষধ বিক্রেতা মোঃ সেলিম (৪৫) নামের এক ব্যক্তিকে অবৈধভাবে নকল সার্টিফিকেট দিয়ে ওষুধের কারখানা স্থাপন করা এবং ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয় বিক্রয় করা সন্দেহে আটক করা হয় এবং তার কাছ থেকে ঔষধের কারখানার মেশিন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিকে কোতোয়ালি থানার আওতাধীন আলেখারচর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে যৌথবাহিনী সূত্র জানান।