আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি ক্রিকেটার, কার ভিত্তিমূল্য কত
ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার। শুক্রবার (১৫ নভেম্বর) আইপিএল কর্তৃপক্ষ নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এর আগে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছিল যে, বিশ্বের ১ হাজার ৫৮৪ জন ক্রিকেটার এই আসরের জন্য নিবন্ধন করেছিলেন, যার মধ্যে বাংলাদেশের ১৩ জন ছিলেন। যাচাই-বাছাই শেষে আজ ৫৭৪ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এছাড়া আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর ৩ জন ক্রিকেটারও তালিকায় আছেন। তালিকায় রয়েছে ৩১৮ জন অভিষেক না হওয়া ভারতীয় ক্রিকেটার এবং ১২ জন অভিষেক না হওয়া বিদেশি। নিলামে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটারের জন্য বরাদ্দ। বাংলাদেশের হয়ে আইপিএলে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ১২ জনের চূড়ান্ত তালিকায়। সাকিব ৯ মৌসুম আইপিএলে খেলেছেন। তিনি ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এবং ২০১২ ও ২০১৪ সালে দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আরও দুই মৌসুম খেলেন। অন্যদিকে, বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ২০১৬ সাল থেকেই আইপিএলের নিয়মিত অংশ। তাদের সঙ্গে তালিকায় রয়েছেন লিটন দাস, যিনি ২০২৩ সালে কলকাতার হয়ে এক ম্যাচ খেলেছিলেন। এছাড়া চূড়ান্ত তালিকায় থাকা অন্যান্য বাংলাদেশি ক্রিকেটাররা হলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদি হাসান, নাহিদ রানা এবং হাসান মাহমুদ। এদের মধ্যে কেউই আগে আইপিএলে খেলার অভিজ্ঞতা অর্জন করেননি। উল্লেখ্য, সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের ১৮তম আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। আইপিএল ২০২৫ এর জন্য নিলামে নাম থাকা ১২ বাংলাদেশির ভিত্তিমূল্যনাম | পজিশন | সেট | ভিত্তিমূল্য (ভারতীয় রুপি) |
মুস্তাফিজুর রহমান | পেস বোলার | ৩ | ২ কোটি |
তাসকিন আহমেদ | পেস বোলার | ৭ | ১ কোটি |
সাকিব আল হাসান | অলরাউন্ডার | ৮ | ১ কোটি |
মেহেদি হাসান মিরাজ | অলরাউন্ডার | ৮ | ১ কোটি |
রিশাদ হোসেন | স্পিনার | ৩ | ৭৫ লাখ |
লিটন দাস | উইকেটরক্ষক | ৪ | ৭৫ লাখ |
তাওহিদ হৃদয় | ব্যাটার | ৫ | ৭৫ লাখ |
শরিফুল ইসলাম | পেস বোলার | ৮ | ৭৫ লাখ |
তানজিম হাসান সাকিব | পেস বোলার | ৮ | ৭৫ লাখ |
মাহেদি হাসান | অলরাউন্ডার | ৯ | ৭৫ লাখ |
হাসান মাহমুদ | পেস বোলার | ৯ | ৭৫ লাখ |
নাহিদ রানা | পেস বোলার | ৯ | ৭৫ লাখ |