Tag Archives: কুমিল্লায় নতুন করে আরো ৯৮ জনের করোনা সনাক্ত

কুমিল্লায় নতুন করে আরো ৯৮ জনের করোনা সনাক্ত, বেশিরভাগ শহরের

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আজ করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাড়িয়েছে ৩২০ জনে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। ফলে মোট সনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১০ হাজার ৭ শত জনে।

শনিবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৬ জন ও মহিলা একজন।

মৃতদের মধ্যে কুমিল্লা নগরীর ২ জন, দেবিদ্বারের ১ জন, চান্দিনার একজন, সদর দক্ষিণের ৩ জন।

আক্রান্তদের মধ্যে কুমিল্লা শহরে ৫৫ জন, সদর দক্ষিণে ৩ জন,  চৌদ্দগ্রামে ৭ জন,  বুড়িচংয়ে  ৫ জন,  লাকসামে ৯ জন,  দেবিদ্বারে ১ জন,  নাঙ্গলকোটে ২ জন,  দাউদকান্দিতে ৭ জন,  মনোহরগঞ্জ উপজেলায় ২ জন,  আদর্শ সদরে ১ জন,  চান্দিনায় ১ জন,  বরুড়ায় ২ জন ও ব্রাহ্মণপাড়ায় ৩ জন।

এছাড়া সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৬৬১ জনে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ২৪ জন নারী।

এ সময়ে নমুনা পরীক্ষায় নতুন আরও পাঁচ হাজার ৩৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে।