রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় একদিনে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৪

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন নারী ও ৩ জন পুরুষ। একই সময়ে নতুন করে আরও ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৮ জন, আদর্শ সদরের একজন, সদর দক্ষিণে দুজন, বুড়িচংয়ে ৩৬জন, ব্রহ্মণপাড়ায় পাঁচজন, চান্দিনায় ১৩জন, চৌদ্দগ্রামে একজন, লাকসামে তিনজন, দেবীদ্বারে সাতজন, দাউদকান্দিতে ৩২জন, লাকসামে ৩৩জন, লালমাইয়ে ছয়জন, বরুড়ায় পাঁচজন, মেঘনার চারজন এবং হোমনা উপজেলায় একজন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৩৬৯ জনে। আক্রান্তের হার ২৪ দশমিক ৬ শতাংশ।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি করপোরেশন, বুড়িচং, চৌদ্দগ্রাম, দেবিদ্বার, লালমাই ও মেঘনা উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৬৯ জনে।

আর পড়তে পারেন