আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লায় পেঁয়াজ- লবণসহ নিত্যপণ্যর দাম সহণীয় পর্যায়ে রাখতে জেলা পুলিশের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লায় পেঁয়াজ কেজি প্রতি ১৩০-১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। লবন খোলা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা। তবে নিত্য পণ্যের বাজার সহনীয় পর্যায়ে থাকায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা ।
বেলা সাড়ে তিনটায় নগরীর রাণীরবাজার পরিদর্শন করেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার বর্তমানে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) এর দায়িত্বে থাকা আব্দুল্লাহ্ আল মামুন।
বাজার পরিদর্শনের সময় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুন বিক্রেতাদের উদ্দেশ্য করে, জেলা পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার) পিপিএম এর নির্দেশনায় বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি বাজারে কোন অসাধু সিন্ডিকেট রয়েছে কিনা তা দেখাসহ লবন পেঁয়াজ নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।
রাণীর বাজারে নিত্যপণ্যের দাম পর্যবেক্ষণ শেষে ব্যবসায়ীদের উদ্দেশ্য পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনারাও কোন না কোন দোকান থেকে আপনাদের প্রয়োজনীয় নিত্যপন্য কিনতে হয়। সেক্ষেত্রে আপনারা যদি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে না রাখেন তাহলে অন্যরাও তাদের পন্যর দাম সহনীয় পর্যায়ে রাখবে না। এতে আমরা সবাই বিপদগ্রস্থ হবো। অতি লোভের আশায় নিজেরা নিজেদেরকে বিপদগ্রস্থ করবো না। মনে রাখবেন ব্যবসা শুধু মুনাফা অর্জনের পথ না এটা সমাজ সেবার একটি অংশ।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো:নাজমুল হাসান, গোয়েন্দা পুলিশের পরিদর্শক আনোয়ারুল আজিম,পরিদর্শক ফিরোজ হোসেন,কান্দিরপাড় ফাড়ির ইনচার্জ নুরুল ইসলাম ও রাণীরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব মেহেদীসহ অন্যান্যরা।