শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবাস ফেরত কুমিল্লার বামইলের বিল্লাল মাছ চাষে স্বাবলম্বী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৮, ২০১৯
news-image

 

আনোয়ার হোসেনঃ

হলুদ টি শার্ট পরিহিত বিল্লাহ হোসেন নিজের খামারের মাছ নিজেই বাজারে বসে বিক্রি করেন। তিনি কুমিল্লা সদর উপজেলার বামইল গ্রামের বাসিন্দা। ৯ বছর সৌদিতে ছিলেন। এসএসসি পর্যন্ত পড়াশুনার পর সৌদিতে পাড়ি জমান। পরে দেশে এসে খামার করেছেন মাছের ও গরুর। সেই খামারের মাছ বিক্রি করেই বেশ লাভবান হচ্ছেন বিল্লাল হোসেন।

সদর উপজেলার জনতা বাজারে (কবিরাজ বাজার) প্রায় তাজা মাছ বিক্রি করতে দেখা যায় বিল্লাল হোসেনকে।

এভাবে বাজারে বসে মাছ বিক্রি করতে খারাপ লাগে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,নিজের কাজ নিজে করি, খারাপ লাগবে কেন? বিল্লাল হোসেনের অনুসরণীয় হতে পারেন আমরা যারা এসব কাজ করতে লজ্জা পাই। এমন বিল্লাল হোসেনরাই এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে। অবদান রাখছে দেশের অর্থনীতিতে।

আর পড়তে পারেন