স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বরুড়ার আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ শরীফ খানের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানবন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতিরি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শনিবার সকালে চান্দিনা পল্লী বিদ্যুত সমিতি- ১ এর কার্যালয় প্রাঙ্গনে এ মানবন্ধন করা হয়।
মানববন্ধনে আগামী ৭২ ঘন্টার মধ্যে শরীফ খানের খুনীদের গ্রেফতার ও অনতিবিলম্বে খুনীদের বিচারদাবী করে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুত সমিতি- ১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এজিএম খাদিজাতুল কোবরা, ফয়সাল চৌধুরী, লাইন টেকনেশিয়ান মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গেল বুধবার রাতে ঘাতকরা শরীফ খানকে নিজ বাসার গ্রীল ভেঙ্গে ভেতরে ঢুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার এ ব্যাপারে বরুড়া থানায় তার স্ত্রী মামলা দায়ের করলেও তিনদিনে কোন আসামী গ্রেফতার হয়নি।