Tag Archives: কুমিল্লায় পিকআপভ্যানে লুকিয়ে মাদক পরিবহনের সময় র‌্যাবের অভিযান

কুমিল্লায় পিকআপভ্যানে লুকিয়ে মাদক পরিবহনের সময় র‌্যাবের অভিযান

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লালমাই থানার বাগমারা এলাকা হতে ৪০ কেজি গাঁজা, ০২ বোতল বিয়ার এবং ১১ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৬ জুন সন্ধায় কুমিল্লার লালমাই থানার বাগমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার দক্ষিণ দিঘলদী গ্রামের মোঃ বাসারের ছেলে মোঃ ইউসুপ আলী@আবু হাসান(২৫) এবং একই জেলার হাজীগঞ্জ থানার পশ্চিম রাজারগাঁও (কামার পট্টি) গ্রামের মৃত আবিদ হাওলাদারের ছেলে মোঃ ইমান হোসেন(৪৫)।

এ ঘটনায় লালমাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।