শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আউট হয়ে চেয়ার ভাঙলেন বিরাট কোহলি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৫, ২০২১
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

দলের সময়টা ভালো গেলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক নিজের পারফরমেন্স বিরক্ত।

আইপিএলে বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ রানে হারিয়েছে বেঙ্গালুরু। দারুণ শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি কোহলি। ২৯ বলে ৩৩ রান করে আউট হয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষেও ২৯ বলে ৩৩ রান করেছিলেন। মাঠ ছাড়ার সময় বাউন্ডারি সীমানায় ব্যাট দিয়ে আঘাত করেন কোহলি। ড্রেসিংরুমে যাওয়ার পথে ডাগ আউটের পাশে থাকা চেয়ারেও সজোরে আঘাত করেন ব্যাট দিয়ে।

ঘটনাটি অবশ্য চোখ এড়ায়নি আইপিএল কর্তৃপক্ষের।ম্যাচ রেফারির চোখে পড়তেই ম্যাচ শেষে কোহলিকে ডেকে পাঠান তিনি। ‘ম্যাচ চলাকালে ক্রিকেটীয় সরঞ্জাম, পোশাক, গ্রাউন্ড সরঞ্জাম কিংবা সংশ্লিষ্ট কিছুর ক্ষতি’ সম্পর্কিত লেভেল ওয়ানের ২.২ ধারা ভাঙার অভিযোগ আনা হয় কোহলির বিরুদ্ধে।

এ ধরনের অপরাধের শাস্তি তিরস্কার করেই অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে বেঙ্গালুরু অধিনায়ককে। ২০১৬ সালেও একই ঘটনা ঘটেছিল। সেবার গৌতম গম্ভীর বেঙ্গালুরুর বিপক্ষে আউট হয়ে একই প্রতিক্রিয়া দেখান এবং তার ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়।

আর পড়তে পারেন