স্টাফ রিপোর্টারঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই-সদর) আসন থেকে অংশ নিচ্ছেন জাকের পার্টির নেতা একেএম আবদুল সালাম। গোলাপ ফুল প্রতীকের এই প্রার্থীর নির্বাচনী প্রচারণায় কোনো সঙ্গী না থাকায় নিজের পোস্টার লাগাচ্ছেন তিনি নিজেই।
শনিবার (২২ ডিসেম্বর) জেলার নাঙ্গলকোট বাজারে নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহের সময় দেখা যায় দেয়ালে দেয়ালে পোস্টার লাগাচ্ছেন আবদুল সালাম।
নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর গ্রামের বাসিন্দা আবদুল সালাম গণমাধ্যমকে জানান, ‘জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আমির ফয়সল মুজাদ্দেদী আমাকে এই আসনের প্রার্থী মনোনীত করেছেন। তবে আমার কোনো সমর্থক নাই। এ কারণে নিজেই পোস্টার লাগাচ্ছি।’
তিনি আশা প্রকাশ করে আরও বলেন, ‘আমি প্রচারণা চালাচ্ছি। ৩০ ডিসেম্বর ভোটাররা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।’
এদিকে আবদুল সালামের প্রচারকাণ্ড দেখে আসনের ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা জানান, এমন প্রার্থী তারা আগে কোনো দিন দেখেননি।