Tag Archives: কুমিল্লায় প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা!

কুমিল্লায় প্রেমিকার বিয়ের খবরে প্রেমিকের আত্মহত্যা!

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লা বরুড়া উপজেলার ভাউকসার ফকির বাড়ির প্রবাসী আনোয়ার হোসেনের ছেলে আক্তার হোসেন গত ১৩ ই এপ্রিল রোজ শনিবার বেলা সাড়ে দশটায় কৃটনাশক ঔষধ খেয়ে আত্নহত্যা করে বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।

স্থানীয় দোকানদার সবুজ হোসেন জানান, একই গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে আখির সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো।

আক্তার ও আখি কুমিল্লা বিজড়া কলেজে একাদশ শ্রেনিতে পড়তো।

স্থানীয়রা আরো জানান গত গত শনিবার আখির অন্যযায়গায় বিয়ে ঠিক করে পরিবারের লোকজন এমন খবর পেয়ে আক্তার আখির বাড়িতে গেলে আখি আক্তারকে চিনিনা বলে অস্বীকার করলে আক্তার রাগে অভিমানে আখির বাড়ির পাশেই কোন এক জায়গায় বিষ খেয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় ও আত্তীয় স্বজনরা প্রথমে বরুড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায় তারপর কুমিল্লা মেডিকেল কলেজ চিকিৎসা দেয় তারপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা রওনা হলে রাস্তায় তার মৃত্যু হয় বলে জানান।

এ বিষয় বরুড়া থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বিষ খেয়ে আতত্নহত্যা করেছে।