স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলায় বৃহস্পতিবারে সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৮ জনে।
আজকের রিপোর্টে লাকসাম উপজেলায় ১ জন,চান্দিনায় ১ জন ও নাঙ্গলকোটের ১ জনসহ ৩ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যু সংখ্যা ৬৬ জন হলো ।
আজকের রিপোর্টে ৪৬ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। চৌদ্দগ্রাম উপজেলায় ৩ জন, নাঙ্গলকোট উপজেলায় ৩ জন, সিটি করপোরেশনে ১২ জন, বরুড়ায় ৫ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ২ জন।
আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ৩৭ জন, বরুড়ায় ১০ জন, চৌদ্দগ্রামে ৯ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৭ জন, বুড়িচংয়ে ৯ জন, লালমাইয়ে ৭ জন, মুরাদনগরে ১৮ জন, নাঙ্গলকোটে ৯ জন, দেবিদ্বারে ১৯ জন, আদর্শ সদরে ৫ জন, চান্দিনায় ৫ জন, লাকসামে ৯ জন, মেঘনায় ১ জন, দাউদকান্দিতে ৫ জন, হোমনায় ৬ জন ও তিতাসে ৫ জন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৫৫ জন, মুরাদনগর ২০৪ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫৪৮ জন, লাকসামে ১৬৯ জন, চান্দিনায় ১৬১ জন, তিতাসে ৬৭ জন, দাউদকান্দিতে ৯২ জন,বরুড়ায় ৭০ জন, বুড়িচংয়ে ১৩৮ জন, মনোহরগঞ্জ ৫৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৯ জন, নাঙ্গলকোটে ১০৯ জন, হোমনায় ৫১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৫৬ জন, লালমাইয়ে ২৪ জন, চৌদ্দগ্রামে ১৮৮ জন, আদর্শ সদরে ৯৭ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ৩৪৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৩ হাজার ৯৩৬ জনের। এর মধ্যে ২ হাজার ৩৭৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৬৬ জন এবং সুস্থ হয়েছে মোট ৬৯৭ জন।