বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে প্রায় ১০ হাজার মানুষের চলাচলের রাস্তার বেহাল দশা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০২২
news-image

 

মোঃ বশির আহমেদ, কুমিল্লা:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জে ইউনিয়নের অষ্টগ্রাম জাকিরের মোড় থেকে মিয়াজী বাড়ির রাস্তাটির এখন বেহাল দশা। এই রাস্তা দিয়ে অষ্টগ্রাম মিয়াজী বাড়ি ও দরি অষ্টগ্রাম এবং অন্যান্য প্রায় ১০ হাজার লোক যাতায়াত করে। এই রাস্তাটি বক্সগঞ্জে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমানের বাড়ির চলাচলের রাস্তাও বটে।

বর্তমান মেম্বার রাস্তাটি মাটি  দিয়ে সংস্কার করলেও এই রাস্তাটি ইটের সলিন অথবা ঢালাই করা প্রয়োজন বলে মনে করেন এলাকার মানুষ। রাস্তাটিতে সামান্য বৃষ্টি হলেই কাঁদায় ভরে যায়। প্রতিদিন এই রাস্তায় মাদ্রাসা ছাত্রছাত্রী এবং পথচারীরা হোঁচট খেয়ে পড়ে।  বিশেষ করে বাইকারদের দুর্ভোগের কমতি নেই, সেজন্য এলাকার মানুষ চেয়ারম্যান ও যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান এখানে সামান্য বৃষ্টি হলেই কাঁদায় ভরে ওঠে, কাঁদার জন্য রাস্তা দিয়ে চলাফেরা অনেক কষ্টদায়ক হয়ে ওঠে। মিয়াজী বাড়ির বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ এখানে একটি মাদ্রাসা আছে। মাদ্রাসার ছাত্র ছাত্রীদের চলাচলের দূর্ভোগ পোহাতে হয়।

আর পড়তে পারেন