Tag Archives: চারজন আটক

কুমিল্লার আমতলীতে দুই প্রাইভেটকার

কুমিল্লার আমতলীতে দুই প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাজাসহ চারজন আটক

কুমিল্লার আমতলীতে দুই প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাজাসহ চারজন আটক

স্টাফ রিপোর্টার:

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদরের আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাজাসহ চার মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় প্রাইভেটকার দুটি জব্দ করা হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে র‌্যাব এই অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক পাচারকারীরা হলেন, ঝালকাঠি জেলার সদর থানার বারইআরা গ্রামের মৃত আব্দুর রশিদ খান এর ছেলে মোঃ মহসিন (৫০), মাদারীপুর জেলার সদর থানার খাদনসি গ্রামের মৃত বাবুল তালুকদার এর ছেলে মোঃ রাজিব তালুকদার (৩১), একই জেলার রাজৈর থানার খালিয়া গ্রামের মোঃ কালাম মোল্লার ছেলে মোঃ নাঈম মোল্লা (৩৩) এবং পাবনা জেলার বেড়া থানার ঘোপশিলেনদা মোঃ হেলাল মোল্লার ছেলে আসাদুজ্জামান রাজু (রাজু মোল্লা) (৩৪)।

আটক হওয়া মাদক পাচারকারীরা র‌্যাব এর কাছে জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার দুইটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঝালকাঠি, মাদারীপুর, পাবনা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।