Tag Archives: চৌদ্দগ্রামে লরি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চৌদ্দগ্রামে লরি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে লরির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছফুয়ায় এ নিহতের ঘটনা ঘটে। নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ এ কে এম শরফউদ্দিন জানান, চৌদ্দগ্রাম উপজেলার ছফুয়ায় ঢাকাগামী একটি লরি পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যায়। এ সময় লরি নিয়ে চালক পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।