Tag Archives: দাউদকান্দির বারপাড়া ইউপির চেয়ারম্যান

দাউদকান্দির বারপাড়া ইউপি চেয়ারম্যান শাহানাজ গ্রেফতার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি বারপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোসাঃ শাহানাজকে গ্রেফতার করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম। সোমবার দিবাগত রাতে তাকে বারপাড়া ইউনিয়নের তার গ্রামের বাড়ি চারপাড়া থেকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগস্ট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়। ঘটনার দীর্ঘ ১১ মাস পর এ বছর ২৬জুন নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩জনের নামে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার ২৮নাম্বার আসামি হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ শাহানাজ কে পুলিশ আটক করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের( ইনচার্জ )ওসি মনিরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়। এ মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে তাকে রাতে গ্রেফতার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েদ চৌধুরী বলেন, একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

দাউদকান্দির বারপাড়া ইউপির চেয়ারম্যান

দাউদকান্দির বারপাড়া ইউপির চেয়ারম্যান মনির তালুকদার গ্রেপ্তার

দাউদকান্দির বারপাড়া ইউপির চেয়ারম্যান মনির তালুকদার গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃত মনির হোসেন তালুকদার উপজেলার বারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে জায়গীর নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

মনির তালুকদার ৯০দশকে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৮ সালে নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৩ সালে তিনি নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চতুর্থ হয়েছিলেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিছিলে হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।